By Ramiz Ali Ahmedএবার পুজোর সময়ে পর্দায় আসতে চলেছে সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’।মহিলা গোয়েন্দা নিয়ে বাংলায় এটাই প্রথম ছবি।মিতিন মাসির চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। পরিচালনা করেছেন অরিন্দম শীল। ছবিতে কোয়েলকে অ্যাকশন সিকোয়েন্সেও দেখা যাবে।অ্যাকশনের প্রতিটি স্ট্র্যান্ট তিনি নিজেই করেছেন।
‘হাতে মাত্র তিনটে দিন’ কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। মিতিনের বোনঝি টুপুরের চরিত্রে রিয়া বণিক। যে কলেজ ছাত্রী। মিতিনের স্বামীর চরিত্রে শুভ্রজিৎ দত্ত।জুন মালিয়া,বিনয় পাঠক(মুম্বাই) ও কোয়েল দাসকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাতে সঙ্গীতের দ্বায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ।পুজোয় ২ অক্টোবর মুক্তি পাচ্ছে বাংলা ছবির প্রথম মহিলা গোয়েন্দা ‘মিতিন মাসি’।ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নিবেদিত ছবিটির প্রযোজনা করেছেন রুপা দত্ত।অ্যাক্রপলিস মল-এ ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল ছবির কলাকুশলীদের উপস্থিতিতে।শবর দাসগুপ্ত ও ব্যোমকেশ বক্সী চরিত্র নিয়ে পরিচালক অরিন্দম শীল অতি সাফল্য পেয়েছিলেন।
‘মিতিন মাসি’ও তাঁর সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হতে যাচ্ছে সেটা ট্রেলার দেখেই বলা যায়।’মিতিন মাসি’ পুজোর সবথেকে আকর্ষণীয় ছবি।
পুজোয় আসছে ‘মিতিন মাসি’
Please follow and like us: